সাভার উপজেলাধীন আমিন বাজার ইউনিয়ন রাজধানীর সন্নিকটে থাকা সত্বেও এর অবকাঠামোগত ও রাস্তাঘাটের তেমন উন্নয়ন হয়নি। ইউনিয়নের বাস স্ট্যান্ড থেকে মরিচারটেক বাজার পর্যন্ত রাস্তাটি নির্মাণের দাবী স্থানীয়দের দীর্ঘদিনের।রবিবার (২২ আগষ্ট) দুপুরে ৬৯০ মিটার দীর্ঘ এই রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, পর্যায়ক্রমে সাভার উপজেলার প্রতিটি ইউনিয়নের ভগ্নপ্রায় রাস্তাঘাটের সংস্কার এবং নতুন রাস্তা নির্মান কাজ সম্পন্ন হবে। আপনারা জানেন, ভাকুর্তা ইউনিয়নের প্রায় সব রাস্তাই চলাচলের অযোগ্য ছিলো। এখন ওই ইউনিয়নে গেলে অন্তত রাস্তা দেখে যে কারও মন ভরে যাবে।
এরই ধারাবাহিকতায় আজ আমিন বাজার ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবী মরিচারটেক বাজার পর্যন্ত রাস্তার নির্মাণ কাজ শুরু হলো। এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন কালে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক সহ আরো অনেকে।