আজ শনিবার দিনাজপুরের কোর্ট ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানে একুশে সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেলে দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমীনের আদালতে দুই সাক্ষীকে আনা হয়। এরা হচ্ছেন- মামলার বাদী জাহাঙ্গীর আলমের স্ত্রী শারমিন আক্তার ও আইনুল হক। আদালতের বিচারক ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে, গত বুধবার বিকেলে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে মামলার বাদী জাহাঙ্গীর আলম, তার মা জহুরা খাতুন, সাক্ষী কামরুল হক ও আফতাবুর রহমানের জবানবন্দি রেকর্ড করা হয়। একই দিন একই আদালতে মামলার প্রধান আসামি ফুশিউল আলম পলাশ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রংপুর সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান একুশে সংবাদকে , সিআইডি’র ৩ সদস্যের গ্রেপ্তারের ঘটনায় একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট সিআইডি হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে। এছাড়া, দিনাজপুর সিআইডি’র পক্ষ থেকে আরও একটি তদন্ত অব্যাহত আছে।