নেত্রকোণার পূর্বধলায় উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ে (২৮ আগষ্ট-৩ সেপ্টেম্বর) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে শনিবার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘‘বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি”। ডেল্টাপ্ল্যান বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও সফলতা তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন। মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে ১ম দিন সংবাদ সম্মেলন, মাইকিংসহ ব্যাপক প্রচারণা, ২য় দিন পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রর্দশন, ৩য় দিন মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মত বিনিময়, চতুর্থ দিন মৎস্যচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, ৫ম দিন মৎস্যচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রর্দশন, ৬ষ্ঠ দিন মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ, ৭ম দিন জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৎস্য সপ্তাহ-২১’র সমাপ্তি।