কুমিল্লার লালমাইয়ে অনলাইন পোর্টাল লালমাই প্রতিদিন ও লালমাই টিভি উদ্যোগে প্রশিক্ষিত মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া তিনজন ফটো সাংবাদিককে ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়। আজ উপজেলার আলীশ্বর মুক্তিযোদ্ধা কার্যালয়ে প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মীর হোসেনের সভাপতিত্বে ও প্রদীপ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজুুমদার, দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পুজা উদযাপন পরিষদ লালমাইয়ের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম বেলু, বাংলাদেশ মানবাধিকার সংস্থা লালমাইয়ের সভাপতি মিজানুর রহমান, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কাজী মাসুদ রানা, সাংবাদিক আবদুল মতিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুব্রত বড়ুয়া রিংকু, বাকই উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার শহীদুল্লাহ বিএসসি, যুবলীগ নেতা জাবের হোসেন জাবেদ, জাকির হোসেন, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাব্বি প্রমুখ। প্রধান অতিথি কে এম সিংহ রতন বলেন ধন্যবাদ জানাই লালমাই প্রতিদিন অন লাইন পোর্টাল কে যারা আজ ৬ জন বেকার প্রশিক্ষিত মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে। আশা করি এই সেলাই মেশিনের মাধ্যমে মহিলাগণ আত্মনির্ভরশীল হবেন এবং তাদের পরিবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।