এতে সভাপতিত্ব করেন আল হোসাইন মিশন বাংলাদেশ পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা মুহাম্মদ মঈন উদ্দিন আল সাঞ্জারী। মাহফিল পরিচালনা করেন অক্সিজেন বখশু মিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আলকাদেরী। শুরুতে স্বগত বক্তব্য নিয়ে আসেন চট্টগ্রাম ইউনিয়নের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ মুহররম হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নেছারিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ মহিউদ্দিন তাহেরী নকশেবন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নূরীয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নাছির উদ্দিন আনোয়ারী। তিনি বলেন মুসলমানদের মধ্যে এজিৎ বাহিনী লুকিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। মুসলমানদের ঈমানকে আরও শক্তিশালী ও মজবুত করতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ (সঃ) কে মনে প্রাণে ভালবাসতে হবে। তিনি আরও বলেন আমাদের খলীফা হযরত আবু বক্কর (রাঃ),হযরত ওমর (রঃ),হযরত ওসমান (রঃ) ও হযরত আলী (রঃ)কে ভালবাসতে হবে। সাথে হযরত ইমাম হাসান ও হোসাঈন কেও ভালবাসতে হবে। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাসনাইন মিশন বাংলাদেশের সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ এস এইচ শাকিল। জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব মোহাম্মদ মঈন উদ্দিন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ব্যবসায়ী,শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াস খাঁন ইমু। আল হাসনাইন মিশন বাংলাদেশের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হাসান সওদাগর সীতাকুণ্ড আশেকানে মোস্তফা (দঃ)পরিষদের প্রতিষ্ঠিতা পরিচালক জনাব শেখ মুহাম্মদ মুসলিম উদ্দিন মিয়াজী সহ প্রমুখ।