মূলত ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশনের আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হয়।
করোনা মহামারী পরিস্থিতিতে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার ইঙ্গিত মিলেছে সংসদ সচিবালয় সূত্রে।
অধিবেশনের প্রথম দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন তথ্যমন্ত্রী, শিল্প মন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এ ছাড়াও সংসদে ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাক্টিশনারস অ্যান্ড বার কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২১’ উত্থাপন করবেন আইনমন্ত্রী আনিসুল হক।
জাতীয় সংসদের সর্বশেষ ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২ জুন শুরু হয়ে গত ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হয়।
মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে সম্পূরক বাজেটসহ মূল বাজেটের ওপর আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নেন ৮৫ জন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য। বাজেট পাসসহ সেই অধিবেশনে ৭টি সরকারি বিল পাস হয়।