উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, ‘সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ প্রক্রিয়ায় আমরা প্রবেশ করব।’ কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে জানতে চাইলে ড. মাকসুদ কামাল বলেন, ‘আমরা এটা এখন থেকে শুরু করব। তবে শুরুর আগে প্রস্তুতি প্রয়োজন রয়েছে। সে জন্য আমাদের মেডিক্যালের ডিনকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। কমিটি কবে থেকে তা শুরু করবে, কীভাবে শুরু করবে তার একটি নীতিমালা প্রণয়ন করা হবে।’
জানা গেছে, শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে যোগ না দেওয়ায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর সিন্ডিকেটের এক সভায় নাফিজ জামান শুভকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়। তিনি শিক্ষা ছুটি নিয়ে পিএইচডি করতে দেশের বাইরে গিয়েছিলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করতে চিঠি দেওয়া হলেও তা না করায় নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকরিচ্যুতের (ডিসমিসাল) সিদ্ধান্ত নেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায়। এ ছাড়া সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ঢাবির ২৯ গবেষককে পিএইচডি এবং ১৩ গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হয়েছে।