• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

নেত্রকোণায় জেলা ছাত্রলীগের মানববন্ধন

 শামীম তালুকদার বিশেষপ্রতিনিধি ' / ৪০৬ Time View
Update : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।’-এই শ্লোগান কে সামনে রেখে ১৫ ও ২১আগস্ট ঘটে যাওয়া নারকীয় হত্যাকান্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।

৩০আগস্ট(সোমবার) দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে জেলা ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টব্যাপী এ মানববন্ধনে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এতে অংশ নেয়। এ সময় তারা ১৫আগস্ট ও ২১আগস্টের নারকীয় ও ভয়াবহ বর্বর ঘটনার বর্ণনা করে তীব্র নিন্দা জ্ঞাপন করেন।এমন জঘন্য ও নারকীয় ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি তুলেন তারা। মানববন্ধনে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন – জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব আহমেদ রাজীব,যুগ্ম -সাধারণ সম্পাদক কৌশিক রায়,মোশারফ হোসেন মোশাহিদ,সাংগঠনিক সম্পাদক তুহিন মণি,জুয়েল আহমেদ খান সহ অনেকেই। এ সময় বক্তারা বলেন, ১৫আগস্টে ইতিহাসের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ নামক সার্বভৌম ভূখন্ডের পতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদগণের হত্যার বিচার ও ২০০৪ সালের ২১আগস্টে তৎকালীন বিরোধী দলীয় নেতা, বিশ্বনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য তনয়া, মানবতার জননী, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কে হত্যার উদ্দেশ্যে অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়েছিল, ওই গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আইভী রহমান সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নিহত হওয়ায় কেন্দ্রীয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল ষড়যন্ত্রকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বক্তারা আরো বলেন-১৫আগস্টের কালোরাত্রির পরিকল্পিত হত্যাকান্ডের পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর দেখতে চায় দেশবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা