৩০আগস্ট (সোমবার)সকাল ১১টায় বড়বাজারস্হ নরসিংহ আখড়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭তম শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী (২০২১)উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান টি হুমায়ূন কবিরের সভাপতিত্বে শ্রী লিটন পন্ডিতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির আসন অলংকৃত করেন আব্দুল্লাহ আল মাহমুদ (অতিরিক্ত জেলা প্রশাসক, নেত্রকোণা),বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল চন্দ্র সাহা রায়,(সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নেত্রকোণা),অ্যাডভোকেট শীতাংশু বিকাশ আচার্য্য (সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ , খৃস্টান ঐক্য পরিষদ), অধ্যাপক রঞ্জিত কুমারসাহা রায় (সাধারণ সম্পাদক, শ্রী শ্রী নরসিংহ জিউর আখরা, বড়বাজার, নেত্রকোণা।) আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল মাহমুদ (অতিরিক্ত জেলা প্রশাসক, নেত্রকোণা),শ্রীমঙ্গল চন্দ্র সাহা রায় (সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নেত্রকোণা),অ্যাডভোকেট শীতাংশু বিকাশ আচার্য্য (সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ), অধ্যাপক রঞ্জিত কুমার সাহা রায় (সাধারণ সম্পাদক শ্রী শ্রী নরসিংহ জিউর আখরা বড়বাজার, নেত্রকোণা),অধ্যাপক ননী গোপাল সরকার সহ আরো অনেকেই।