নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি স্থগিত ঘোষনা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে পূর্বধলা সরকারি কলেজ ও জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজপাড়া স্পোর্টিং ক্লাব ও পূর্বধলা ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খেলা দেখতে না পেরে দর্শকরা হতাশা প্রকাশ করেন। ২৯ আগস্ট থেকে শুরু হয়ে ৩দিন ব্যাপী টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় দুইটি দল প্রতিদ্বন্ধীতা করার কথা ছিল। কিন্তু প্রশাসন দলগুলোর কোন খোঁজখবর রাখেনি। এমনকি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ না জানানোয় তারা ক্ষুব্ধ হয়েছেন। প্রশাসন থেকে কোন দু:খ প্রকাশ না করায় ফাইনাল খেলায় অংশ নেয়নি দল দুইটি। রাজপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক সুমন জানান, আমাদের এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি ও পূর্বধলা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকারকে আনুষ্ঠানিক দাওয়াত করেনি প্রশাসন। এছাড়া তিনি রাজপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। প্রশাসনের এই আচরণে ক্লাবের কর্মকর্তা ও খোলোয়াড়েরা প্রতিবাদ জানাতে খেলায় অংশ গ্রহণ করেনি।” এ ব্যাপারে টুর্নামেন্টের সদস্য সচিব ও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংসু শেখর তালুকদার জানান, “এ বিষয়ে আমি কিছু জানিনা। উপজেলা প্রশাসন এ বিষয়ে যে সিদ্ধান্ত নিবে তাই হবে। তার আগে মাইকে ঘোষনা করে খেলাটি স্থগিত করা হয়েছে।” বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু এ বিষয়ে বলেন, “আমারা ফাইনাল খেলার জন্য নির্দিষ্ট সময়ের পরও অপেক্ষা করেছি। কিন্তু দুই দলের কোন দলই মাঠে আসেনি। তাই খেলা হয়নি। পরবর্তী সময়ে কমিটি যে সিদ্ধান্ত নিবে সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।