• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

পূর্বধলা প্রেসক্লাবের কমিটি গঠন

মোঃছাইদুল ইসলাম পূর্বধলা প্রতিনিধি / ৩৬২ Time View
Update : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

সভাপতি সৈয়দ আরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম মোঃছাইদুল ইসলাম,

নেত্রকোনার পূর্বধলায় গতকাল ৩০ আগস্ট (সোমবার) দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটিতে টানা দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন আরবানের নির্বাহী পরিচালক ও আজকের আরবান এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আরিফুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো: জায়েজুল ইসলাম। এর আগে পূর্বধলা প্রেসক্লাবের কমিটির দুবছরের মেয়াদ শেষ হওয়ায় সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুমের সভাপতিত্বে সাধারন সভার প্রথম অধিবেশন শুরু হয়। এতে ক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি আলী আহম্মদ খান আইয়োব, সিনিয়র সদস্য জুলফিকার আলী শাহীন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, বর্তমান সহ সভাপতি শফিকুজ্জামান শফিক, সিনিয়র সদস্য নূর আহাম্মদ খান রতন, জাকির আহমদ খান কামাল, মো. গোলাম মোস্তফা প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন আলী আহমদ খান আইয়োব। আলোচনা শেষে প্রস্তাব সমর্থনের মাধ্যমে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন সৈয়দ আরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: জায়েজুল ইসলাম। একই দিনে সর্বসম্মতিক্রমে পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সর্বমোট ২৩ জন সদস্যের মধ্যে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। অন্যান্য পদের নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে আমাদের অর্থনীতি পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মো: জুলফিকার আলী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পূর্বধলার দর্পণ পত্রিকার সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, অর্থ সম্পাদক পদে আজকের বাংলাদেশ পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মো: শাখাওয়াত হোসেন শিমুল, প্রচার, প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান রতন, ক্রীড়া সম্পাদক পদে আজকের খবর পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মো: শহীদুল্লাহ। সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, কলাম লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব, ইত্তেফাক পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মো: শফিকুল আলম শাহীন, ইকরা প্রতিদিনের সম্পাদক শফিকুজ্জামান শফিক, কালেরকন্ঠ পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মো. গোলাম মোস্তফা, পূর্বকন্ঠ পত্রিকার প্রকাশক ফকির শাহ মুস্তাফিজ রাজীব, সাংবাদিক নূর উদ্দিন মন্ডল দুলাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা