বলিউড ইন্ডাস্ট্রিতে ৩৩ বছর হয়ে গেল ‘ভাইজান’-এর। বলিউডের সঙ্গে সলমন খানের ৩ দশকেরও বেশি সময় ব্যাপী এই ‘দাম্পত্যে’র ভিত এক দিনে তৈরি হয়নি। একদা নবাগত সলমনকেও পরিশ্রম করতে হয়েছে পরিচিতির জন্য। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন অধুনা বলি তারকা। এখন যাঁর পারিশ্রমিক কোটির ঘরে, সেই সময়ে তিনি কত পেয়েছিলেন জানেন?
১৯৮৮ সালের সেই ছবিতে রেখা, ফারুখ শেখ প্রমুখ তাবড় তাবড় অভিনেতা অভিনয় করেছিলেন। এক সাক্ষাৎকারে সেলিম খানের পুত্র জানিয়েছিলেন, সেই ছবিতে নায়কের ভাইয়ের ভূমিকায় অভিনয় করার জন্য তাঁকে ১১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তা ছাড়া সলমন সেখানে নিজের পোশাক পরেই অভিনয় করেছিলেন।