গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বগুড়ার কাহালু পৌর সদরের পালপাড়া গ্রামে ৫৫ বছর বয়সী এক বিধবাকে ধর্ষনের চেষ্টাকালে গ্রামবাসী হাতে-নাতে শামসুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। এঘটনায় রাতেই ওই মহিলা ধর্ষন চেষ্টা মামলা করলে পুলিশ আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার আদালতে পাঠিয়েছে। আটক শামসুল পালপাড়ার গ্রামের মৃত কিয়ামুদ্দিনের পুত্র। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, ঘটনার রাতে ভিকটিম নামাজ পড়ে নিজ ঘরে দলজার ছিটকানি না আটকিয়ে ঘুমিয়ে পড়েন। এসময় শামসুল তার ঘরে গিয়ে তাকে জড়িয়ে ধরে পড়নের পায়জামা খুলে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ভিকটিমের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাকে হাতে-নাতে আটক করে।