গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌরসভা উপজেলা জুয়া খেলার দায়ে জুয়ার উপকরণ সহ ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন,উষা ব্রিকসের মালিক মাগুড়া গ্রামের আসালত জামানের ছেলে, আনোয়ার হোসেন উজ্জল (৪০) একই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে, ফারুক মিয়া (৩৫) মালষ্ণা গ্রামের আলমের ছেলে, আল আমিন, শ্রীমুখ গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে, বাবলু মিয়া (৪০) মাগুড়া মধ্য পাড়া মৃত মোফাজ্জল হোসেনের ছেলে, আমিনুল (৪১) একই পাড়ার বাবলু শেখের ছেলে, মোমিন মিয়া (৩২) ও বারটিকরি গ্রামের লাল মিয়ার ছেলে, রুহুল আমিন (৩৩) গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আই সঞ্জয় কুমার সাহা নেতৃত্বে এ এস আই মুশফিক ও সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় দুই বান্ডিল কার্ড, মোবাইল ফোন ও হাজারি খেলার খাতা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে এস আই সঞ্জায় সাহা জানান, তাস দ্বারা জুয়া খেলার অবস্থায় তাদের আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের কিরুদ্ধে জুয়া খেলার অপরাধে আইননাগুক ব্যবস্থা গ্রহন প্রতিক্রিয়াধীন রয়েছে।