করোনার টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে ভারতে এক দিনে সর্বোচ্চসংখ্যক টিকার ডোজ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দেশটিতে ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৩০০ ডোজ করোনার টিকা দেওয়া হয়। এর আগে গত শুক্রবারই দিনে ১ কোটি টিকা দেওয়ার মাইলফলক স্পর্শ করে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাহমস। গত মঙ্গলবার এই বিশাল পরিমাণ টিকা দেওয়ার মধ্য দিয়ে ভারতে টিকাদানে সাফল্যের হার এখন ঊর্ধ্বমুখী। গত আগস্টজুড়ে দেশটিতে ১৮ কোটি ৩৫ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এ তথ্যানুযায়ী, গড়ে প্রতিদিন দেওয়া হয়েছে ৫৯ লাখ ডোজ টিকা। এর আগের মাসেই প্রতিদিন গড়ে ১৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়। করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতি সামলে নিয়ে সম্প্রতি ভারতে সংক্রমণ কমে এসেছে। তবে দেশটির বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, সংক্রমণ আবারও বাড়তে পারে। এই সংক্রমণ ঠেকাতে টিকা প্রয়োগের হার বাড়ানোর পদক্ষেপ নেয় ভারত। চলতি সেপ্টেম্বরে ভারতের হাতে কমপক্ষে ২৫ কোটি ডোজ টিকা রয়েছে। এতে দেশটিতে টিকাদানের হার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সরকারি তথ্য বলছে, ভারতে এখন পর্যন্ত প্রাপ্তবয়স্কদের অর্ধেক করোনার টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। গত মঙ্গলবার রাত পর্যন্ত দেশটির ৫০ কোটি মানুষকে ৬৫ কোটি ১২ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৩৫ কোটি মানুষ টিকার একটি ডোজ পেয়েছেন। আর পূর্ণ ডোজ পেয়েছেন ১৫ কোটি মানুষ। সে হিসাবে ভারতের ৯৪ কোটি প্রাপ্তবয়স্ক মানুষের ৫৩ দশমিক ৩ শতাংশ কমপক্ষে টিকার একটি ডোজ পেয়েছেন। বিশ্বে করোনাভাইরাসের হালনাগাদ তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারস বলছে, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৯২ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫৪ জনের।