ময়মমনসিংহের ফুলপুর উপজেলা রহিমগঞ্জ ইউনিয়ন পারতলা গ্রামের আব্দুর রসিদের মেয়ে জোসনা খাতুন(২৩) দেড় বছর আগে জোসনা খাতুনের বিয়ে হয় তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের জলিল মিয়ার ছেলে মসতু মিয়ার সাথে। দুই সপ্তাহ আগে স্বামী ও শ্বশুর শাশুড়ি কর্তৃক নির্যাতন সহ্য করতে না পেরে জোসনা খাতুন শ্বশুরবাড়ি থেকে পালিয়ে পয়ারী গ্রামে বড় বোন হোসনা খাতুনের বাড়িতে আশ্রয় নেয়। ১ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে,পরে তাকে চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়। ফুলপুর থানার এসআই জাহিদুল হাসান জানান এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।