ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৪০টি দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ‘স্বপ্নতরী’ নামে স্থানীয় একটি সংগঠন। শুক্রবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের অন্ধপল্লীতে এ খাদ্যসামগ্রী দেয়া হয়।
খাদ্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। এছাড়া সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহ সভাপতি সফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপদেষ্টা জিয়া চৌধুরী অর্থ সম্পাদক শাহীন শাহারিয়া, শাহজাহান, মিনহাজুল ইসলাম শোভন, আমজাদ চৌধুরী, মোত্তকিন ভূইয়া, জুয়েল আলী রাজ, আলমগীর, সোহেল, সোহাগ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি আটা, এক কেজি লবন, ৫০০ গ্রাম মুসুর ডাল দেয়া হয়। সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় চাঁদা দিয়ে বিভিন্ন সময় গরীব অসহায় মানুষদের মাঝে ত্রাণ, বস্ত্র বিভিন্ন শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসেবে অন্ধপল্লীতে খাদ্য সহায়তা দেয়া হয়।