‘যে মানুষকে ভালোবাসে, সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না। ‘ —বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বাণীকে ধারণ করে ঝুমন দাসের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪সেপ্টেম্বর)দুপুর ১২টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সচেতন নাগরিক সমাজ, নেত্রকোণার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওগাঁ গ্রামের ঝুমন দাসের সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যকে কেন্দ্র করে ওই এলাকার উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতৃক নওগাঁ গ্রামে অতর্কিত হামলা চালিয়ে ৮৮টি বাড়ী-ঘর ভাংচুর সহ ঝুমন দাসের ওপর সাম্প্রদায়িক মিথ্যা মামলা প্রত্যাহার ও কারা নির্যাতিত ঝুমন দাসের মুক্তির দাবীতে মানববন্ধন হয়।
এ সময় বক্তব্য রাখেন -নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন, নেত্রকোণা সচেতন নাগরিক সমাজের নিহাদ ইবনে হেকিম, আরিফ আহমেদ জুবায়ের , নিশিত সরকার, কাউসার আহমেদ , বাপ্পী সরকার, রতন শর্মা প্রমুখ।