• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 লালমাই প্রতিনিধি : / ৮১৯ Time View
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

জমকালো আয়োজনে উদযাপন করা হল কুমিল্লার লালমাইয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে প্রথমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন সহ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন ছিল।

ক্লাবের সভাপতি একাদশ ও সাধারন সম্পাদক একাদশে প্রীতি ফুটবল খেলার এসব আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এছাড়া ক্লাবটির যাবতীয় হিসাব বিবরণী পেশ করা হয়। সংগঠনটির সভাপতি অধ্যক্ষ আবদুল মমিন মজুমদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অমর কৃষ্ণ বণিক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আকবর, কোষাধ্যক্ষ ডা. এম এস আলম,এফসিএ সাজ্জাত হোসেন, ব্যাংক ক্যাশিয়ার সফিকুর রহমান, এ টি এম সামছুল হক, ডা. তৈয়ব আলী, আমিনুল ইসলাম সওদাগর, এড. মিজানুর রহমান, আবুল বাহার, মহিবুর রব ভূইয়া মামুন, সুলতান মহিউদ্দিন মজুমদার রুবেল, প্রভাষক কৃষ্ণ পদ নাথ ভৌমিক, আবুল কালাম ভূঁইয়া, এম এ মোতালেব, তোফাজ্জল হোসেন মজুমদার, চন্দন মজুমদার পুলক, মানিক মজুমদার, সাহাদাৎ হোসেন খোকন, মীর হোসেন,নাজমুল হক, সঞ্জয় শর্মা, এড. জাহাঙ্গীর আলম, কাউসার মোর্শেদ মজুমদার, দেলোয়ার হোসেন, মনির হোসেন, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, মাসুদ রানা, শাহরিয়ার আলম মাহী প্রমুখ। ক্লাবের সভাপতি সহ বিভিন্ন বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা কোভিডের কারণে অনেক আত্মীয় স্বজন বন্ধু হারিয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি । আজ যারা এসেছেন তাদের সান্নিধ্য পেয়ে আমরা গৌরবান্বিত হই, অহংকার বোধ করি। তিনি বলেন, গণতন্ত্রের সংগ্রামে, অসাম্প্রদায়িক চেতনার সংগ্রামে, মুক্তিযুদ্ধের সংগ্রামে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। আমদের এ ধারা অব্যাহত আছে, ঐক্য, সহনশীলতা ও পরস্পর ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে তা আজীবন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা