• মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘একস্ট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট’ : বাংলাদেশের নেতৃত্বে তৌহিদ হোসেন শব্দ দূষণ নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন রিজওয়ানা সরকারের তিন মাস পূর্তি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা উ. কোরিয়া ও রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি আইনে পরিণত প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন বিশেষ সহকারী নিয়োগ মাঠে নামতেই পারলেন না আ. লীগ, জিরো পয়েন্টে দিনভর যা হলো কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজ আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের দায়িত্বে রদবদল পর , কে কোন মন্ত্রণালয়ে বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন

হবিগঞ্জ সদর উপজেলার মেইন গেইটের পাশে একমাত্র যাত্রী ছাউনীটি ব্যবহারের অনুপযোগী।

শাহ জালাল উদ্হদিন জুয়েল : / ৩৮৫ Time View
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

 হবিগঞ্জ সদর উপজেলার মেইন গেইটের পাশে একমাত্র যাত্রী ছাউনীটি অযত্নে অবহেলায় এবং তদারকির অভাবে যত্রতত্র সরন্জাম রেখেছে কিছু ব্যবসায়ী এবং একজন জুতা সেলাই নিয়ে ব্যস্ত ফলে উপজেলা অফিসে আসা -যাওয়ার কর্মকর্তাসহ শিক্ষকরা এই যাত্রী ছাউনীটি ব্যবহার করতে পারতেছে না। কয়েকজন নিয়মিত যাত্রী জানান, অতিরিক্ত গরমের কারনে যাত্রী ছাউনিতে দাঁড়াতে হয় মাঝে মধ্যে বসতেও হয় কিন্তু কোন পরিবেশ না থাকায় রুদ্রের মধ্যে রাস্তায় দাড়িয়ে থাকতে হয়। ফলে মাঝে মধ্যে এক্সিটেন্ড হতে দেখা যায়। একটি স্কুলের সহকারী শিক্ষক জানান, প্রায় সময়ই উপজেলা অফিসে আসতে হয় এবং যাত্রী ছাউনীর পাশে ফটোকপি দোকান থাকায় এখানে এসে দাঁড়াতে হয় এবং সিএনজি, টমটম উঠতে গেলে এখানে এসে দাঁড়াতে হয়, কিন্তু যাত্রী ছাউনীর পরিবেশ নোংরা এবং বসার জায়গাগুলো দখল থাকায় যাত্রী ছাউনীর ভিতরে বসা ত দুরের কথা দাঁড়ানোর সুযোগ নেই।

হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদের সদস্য সচিব শাহ জালাল উদ্দিন জুয়েল বলেন, যাত্রী ছাউনীগুলো যাদের তত্ত্ববধানে পরিচালিত হয় তাদের উচিত মাসে একবার ভিজিট করা এবং পরিস্কার পরিচ্ছন্নসহ দখলমুক্ত রাখা। তাহলে যাত্রীরা যাত্রী ছাউনীতে ব্যবহারে সুযোগভাবে। হবিগঞ্জ সদর উপজেলার সামনের যাত্রী ছাউনীটি যদি দখল হয়ে যায় অযত্নে অবহেলায় পড়ে থাকে, তাহলেত হবিগঞ্জ বানিয়াচুং রোড়ের যাত্রী ছাউনীটির অবস্হা আরো খারাপ হবে এটাই স্বাভাবিক। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে হবিগঞ্জ সদর উপজেলার পাশের যাত্রী ছাউনীটিসহ হবিগঞ্জের যেসব যাত্রী ছাউনীগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে সবকটি যাত্রী ছাউনী যাত্রীদের ব্যবহারে উপযোগী হিসেবে গড়ে তুলা।

শাহ জালাল উদ্দিন জুয়েল

হবিগঞ্জ সদর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা