৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১:০০ টায় উপজেলার প্রধান ফটকের সামনে মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় খুনিদের গ্রেফতারের দাবীতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩-আসনের সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, মৃত আসাদুলের পিতা জুমাউদ্দীন, মাতা তরজিনা বেগম, কমরেট জুয়েল, যুবলীগ সভাপতি মুরশেদ আলম মোল্লাও যুবলীগ নেতা রাজিউর রহমান বাদল। মানববন্ধন শেষে আসাদুলের অভিভাবক জুমাউদ্দীনসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবিরকে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য যে, গত (৫ আগস্ট) রাণীশংকৈল উপজেলার পকম্বা নামক গ্রামের একটি ব্রিজের নিচে ধানক্ষেত থেকে আসাদুল (২৫) এর লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।