চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মোঃ সাজিদ হোসেন সফলতার সাথে চুয়াডাঙ্গা জেলায় শিক্ষানবিশকালীন সমাপ্ত করে এন্টি টেরোরিজম ইউনিট ঢাকায় বদলির আদেশ প্রাপ্ত হন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ এর সম্মানিত অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয় অদ্য ০৫.৯.২০২১ খ্রিঃ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলসেডে বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেন। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জনাব মোঃ সাজিদ হোসেন শিক্ষানবীশকাল বিচক্ষণ, আনুগত্য, সুনাম, দক্ষতা, কর্মনিষ্ঠার ও সাহসীকতার সহিত অতিক্রম করায় পুলিশ সুপার মহোদয় তাঁকে ক্রেস্ট, ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোম জাহাঙ্গীর আলম সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ফোর্সগন।