মুন্সীগঞ্জের গজারিয়ায় আমডা হেলথ এন্ড ইনভারমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি এর আয়োজনে প্রকল্প অবহিত করণ সভা, ডাউন সিনড্রোম ও বুদ্ধিপ্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহায়তায় আজ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নে অবস্থিত আমডা বাংলাদেশ কমপ্লেক্সের তৃতীয় তলার সম্মেলন কক্ষে এ প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা শেষে ফিতা কেটে কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ডাউন সিনড্রোম ও বুদ্ধিপ্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা। উক্ত সভায় আমডা বাংলাদেশ প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সরদার এ রাজ্জাক এর সভাপতিত্বে আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনসুর আলম, সহকারী প্রোগ্রামার ওয়াহিদুজ্জামান প্রমুখ। কার্যনির্বাহী পরিচালক উত্তম হাওলাদারে সঞ্চালনার শুরুতেই সূচনা বক্তব্য প্রদান করেন আমডা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আরিফ হোসেন মোল্লাহ। এসময় আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তাগন, সুশীল সমাজের প্রতিনিধিগন সহ গজারিয়ার প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন। সে সময় বিশেষ চাহিদা সমূহ সম্পূর্ণ আমদা বাংলাদেশ এর আওতায়ধীন ডাউন সিনড্রোম, বুদ্ধিপ্রতিবন্ধীদের বক্তব্যে উঠে আসে,তারা কারো উপর বোজা হয়ে বেচে থাকিতে চায় না।তারা জানান,আমাদের শিক্ষার সুযোগ দেন, কাজের সুযোগ দিন,আমরাও বাংলাদেশকে অনেক কিছু দিতে পারি।আমার ডাউন সিনড্রোম হতে পারি তবে আমাদের মধ্যে একাধিক গুনোবলি সম্পূর্ণ প্রতিবা রয়েছে, তাই আমাদের এ গুনোবলি প্রকাশ করিতে হলে আমাদের সুযোগ দিতে হবে সাহায্য করিতে হবে।আজ আমাদের কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কি ভাবে বিশ্ব সম্পর্কে জানা বা শিক্ষা যায় এবং কম্পিউটারের মাধ্যমে বিশ্বের সকল দেশের মানুষ আয় করিতেছে অনলাইনে কাজের মাধ্যমে।আমরা ও আশা করি আমাদের এ কোর্স শেষে কম্পিউটারের মাধ্যমে দেশকে কিছু উপহার দিতে পারিবো।