• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় একই ব্যক্তির বিরুদ্ধে ৬ বছর বয়সী একাধিক শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ রোজা রেখেও ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি এড়াবেন যেভাবে চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদ এর উদ্দোগে মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী। প্রবাসীর স্ত্রীর ওপর ধর্ষণচেষ্টা: বিচারের দাবিতে পরিকোটে মানববন্ধন ও বিক্ষোভ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক আজ কানাডার নতুন প্রধানমন্ত্রীর শপথ প্রশাসনের ঢিলেমিতে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে : রিজভী ছুটির দিনে রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১৬০ কোচ এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায় : তারেক রহমান

`স্কুল রিওপেনিং প্ল্যান’ অনুসারে প্রাথমিক বিদ্যালয় খুলবে,থেমে নেই শামছ উদ্দিন আহমদ কার্যক্রম

আব্দুল হামিদ মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ / ৪৪৯ Time View
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার এলাপুর শামছ উদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব, নিরঞ্জন চাষা নিজ উদ্যোগে চলছে কাজ দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিদ্যালয়গুলো কীভাবে খোলা হবে সে জন্য ‘স্কুল রিওপেনিং প্ল্যান’ প্রণয়ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এটি এর মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। প্ল্যান অনুযায়ী কার্যক্রম চলছে কি না সে বিষয়ে তদারকি চলছে থানা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে। করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার জন্য এরই মধ্যে একগুচ্ছ পরিকল্পনা প্রণয়ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যার নাম দেয়া হয়েছে ‘স্কুল রিওপেনিং প্ল্যান’। দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিদ্যালয়গুলো কীভাবে খোলা হবে তার দিকনির্দেশনা দেয়া হয়েছে এই পরিকল্পনায়। ‘স্কুল রিওপেনিং প্ল্যান’ এরই মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। প্ল্যান অনুযায়ী কার্যক্রম চলছে কি না সে বিষয়ে তদারকি চলছে থানা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে। দেশে করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম একুশে সংবাদ কে বলেন, সরকার থেকে নির্দেশ দেয়ামাত্রই যেন বিদ্যালয়গুলো খুলে দেয়া যায় এ জন্য ‘স্কুল রিওপেনিং প্ল্যান’ অনুযায়ী কার্যক্রম চলছে কি না তা মনিটরিং করছেন থানা শিক্ষা কর্মকর্তারা। গত ২৩ আগস্ট থেকে সব শিক্ষক নিয়মিত স্কুলে অফিস করছেন। কী আছে স্কুল রিওপেনিং প্ল্যানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রণয়ন করা স্কুল রিওপেনিং প্ল্যানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে বসার বিষয়টিকে। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের বসার পরিকল্পনা হিসেবে ৩ ফুট দূরত্ব রেখে বেঞ্চ স্থাপন করতে হবে। এ ছাড়া, শুধুমাত্র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা কক্ষে বসিয়ে ক্লাস পরিচালনা করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থী অনুপাতে বসাতে হবে। যেমন শনি ও মঙ্গলবার প্রথম ও দ্বিতীয় শ্রেণি; রবি ও বুধবার তৃতীয় ও চতুর্থ শ্রেণি। হাত ধোয়া ও মাস্ক পরিধান: সব সময় হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিতে বিদ্যালয়গুলোর সকল মোটর লাইন সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দেয়া হয়েছে স্কুল রিওপেনিং প্ল্যানে। এ ছাড়া শতভাগ মাস্ক পরিধান করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতে বলা হয়েছে স্কুল রিওপেনিং প্ল্যানে। সেই সঙ্গে বিদ্যালয়গুলোকে পর্যাপ্ত মাস্ক মজুত, সাবান, পানি, ব্লিচিং পাউডার ও প্যারাসিটামল নিশ্চিত করতে বলা হয়েছে। মগ-জগ ও থার্মোমিটার: শরীরের তাপমাত্রা মাপতে বিদ্যালয়ের স্লিপ ফান্ড থেকে ইনফারেড থার্মোমিটার ক্রয় করতে বলা হয়েছে স্কুল রিওপেনিং প্ল্যানে। সেই সঙ্গে দুটি বালতি, জগ এবং ১২টি মগ কেনার নির্দেশনা দেয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি: বিদ্যালয়গুলোর টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিরাপদ খাবার পানির ব্যবস্থা করতে নির্দেশনা রয়েছে স্কুল রিওপেনিং প্ল্যানে। এ জন্য বিদ্যালয়ে হারপিক, সাবান কিনতে এবং শিক্ষার্থীদের ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। পরিমার্জিত পাঠ পরিকল্পনা বাস্তবায়ন: ওয়েবসাইট থেকে সর্বশেষ পরিমার্জিত পাঠ পরিকল্পনা সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে। বিদ্যালয় খোলার পর শিক্ষকরা যেন পরিকল্পনা অনুযায়ী পাঠদান করতে পারেন এবং অভিভাবকদের যুক্ত করতে পারেন সে নির্দেশনাও রয়েছে স্কুল রিওপেনিং প্ল্যানে। শিক্ষাবর্ষের সমাপনী কার্যক্রম: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সম্ভব হলে মূল্যায়নের মাধ্যমে ফল প্রস্তুতের কথা বলা হয়েছে। এ ছাড়া পঞ্চম শ্রেণির ছাড়পত্র ও প্রশংসাপত্র প্রস্তুত করতে বলা হয়েছে। ৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা নেয়ার নির্দেশ: স্কুল খোলার পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে করোনারোধী টিকা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে আগের নির্দেশনা দেয়া সত্ত্বেও যারা টিকা নেননি কিংবা টিকা নিতে চান না, তাদেরকে ৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা না নিলে কারণ দর্শাতে হবে। স্কুল রিওপেনিং প্ল্যান বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, অধিদপ্তরের নির্দেশনার পর প্রয়োজনীয় জিনিসপত্র অধিকাংশ বিদ্যালয় ক্রয় করেছে। খোলার পর শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের সময় তাপমাত্রা মাপা বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়, বিদ্যালয়ে উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে। জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা প্রচার করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা