গাইবান্ধা ছিন্নমূল মহিলা সমিতির আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাক্ষরতা এবং তথ্যপ্রযুক্তিকে মানবকেন্দ্রিক সক্ষমতা পুনরুদ্ধার প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রাখা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ উদ্যোগে ৯ সেপ্টেম্বর ছিন্নমূল মহিলা সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসান। প্রধান বক্তা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইদ হাসান, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ মেহেদী আখতার, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি সরকার মোঃ শহিদুজ্জামান, তুলসীঘাট সামছুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক খান। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ছাত্র, শিক্ষক, গণমাধ্যম প্রতিনিধি বক্তব্য প্রদান করেন। বক্তারা মানবকেন্দ্রীক সক্ষমতা পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা এবং ডিজিটাল দক্ষতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সবার জন্য মানসম্মত শিক্ষার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সরকারি এবং বেসরকারি ভাবে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।পরে ২০০টি মাস্ক বিতরণ করা হয়।