হাওরে ঘুরতে যাওয়ার পথে ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিসিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)।
এর আগে সকালে নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, সকালে ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিসিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাচ্ছিলেন। পথে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজিব মিয়া নামে একজন মারা যান। সোবহান নামে আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।