• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

অনলাইন ডেক্স / ৪০৯ Time View
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
অবরুদ্ধ গাজা, https://www.dailynayadiganta.com/

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে বলে জানিয়েছেন বহু প্রত্যক্ষদর্শী। রোববার সকালের দিকে এ হামলা হয় বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

এখনো এ বিমান হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইলি সেনাবাহিনীও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে শনিবার রাতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিলো, গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো গাজা থেকে ইসরাইলে রকেট হামলা করা হয়েছে। গাজা থেকে ছোড়া ওই রকেটটিকে আয়রন ডোম ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয় বলেও জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

৬ সেপ্টেম্বর গাজা পুনর্গঠনের বিষয়ে কাতারি কমিটির প্রধান মোহাম্মদ আল-ইমাদি বলেছিলেন, গাজা ভূ-খণ্ডে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে একটি চুক্তি হবে।

মে মাসের দিকে গাজায় প্রয়োজনীয় কোনো মানবিক সাহায্য প্রবেশ করার পথ বন্ধ করে রেখেছিল ইসরাইল। এছাড়া ওই সময়ে গাজা উপত্যকায় হামলাও চালিয়েছিল তারা। পরে ইসরাইলের সাথে যুদ্ধ-বিরতি চুক্তি হওয়ার পরেও গাজা সীমান্তে আগের পরিস্থিতিই বহাল আছে।

ইসরাইলের এ অবরোধের বিরুদ্ধে ফিলিস্তিনি তরুণরা রাতের বেলাও বিক্ষোভের আয়োজন করছে। তারা ইসরাইলের সেনা ও ইহুদি বসতিতে টায়ার জ্বালিয়ে আর সীমান্ত চৌকিতে সাউন্ড বোমা নিক্ষেপ করে তাদের এ বিক্ষোভ প্রদর্শন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা