রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ। (১৪/৯/২০২১) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলন আয়তনে হলে ফুলেল শুভেচ্ছা বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রধান করে। সংবর্ধনা সভায় বাঘাইছড়ির নির্বাহী অফিসারকে বিদায় জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, ইউপি চেয়ারম্যানগন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উপজেলা পরিষদের সদস্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা ,কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান,বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর সবুর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,বিভিন্ন দপ্তরের অফিসার ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাঘাইছড়ির মানুষ খুবই আন্তরিক আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভাল। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। তিনি বলেন আমি কাজকে খুব পছন্দ করি আমি যদি কাজ করে যাই তাহলে আমার ভালো কাজের জন্য আপনাদের সাথে আমার সারা জীবনের সম্পর্ক স্থায়ী হবে। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি বাঘাইছড়িতে যোগদানের পরে বাঘাইছড়ি কে মডেল উপজেলায় রুপান্তর করতে নিরলস ভাবে কাজ করেছেন এত অল্প সময়ে এত উন্নয়ন প্রকল্প আর কোন ইউএনও সময়ে হয়নি। তিনি নতুন উপজেলা পরিষদের ভবন ইউএনও এর বাস ভবন, মুক্তিযুদ্ধ জাদুঘর, পাবলিক লাইব্রেরী, মাহিল্যা বাজারে চারতলা ভবন ও দীর্ঘদিন অবহেলিত খেলার মাঠ সংস্কার করে খেলার উপযোগী করেছেন তিনি পর্যাপ্ত পরিমাণে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য আশ্রয়ান প্রকল্প ঘর নির্মান করেন তিনি বাঘাইছড়ি মানুষের সবচেয়ে বেশি আলোচনায় আসেন। বাঘাইছড়ি উপজেলার পরিষদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়ায় তিনি উপজেলা পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।