• শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
সংখ্যালঘু ইস্যুতে কেন্দ্র করে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকানো হচ্ছে শেখ হাসিনা বাকশালকে নতুন আঙ্গিকে করেছিলেন: যুগ্ম মহাসচিব রিজভী ‘হিন্দুর বন্ধু’ বলছেন ইউনূস-বিএনপি-জামায়াতকে, মোদির ভূমিকায় ক্ষুব্ধ ‘বাংলাদেশের মোহন ভাগবত’ ১৯৭২ সালের সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ ড. কামাল হোসেনের আমাদের সম্পর্কে চ্যালেঞ্জ হবে না, কমলা বা ট্রাম্প যেই জয়ী হোক  : শফিকুল আলম অতিরিক্ত পুলিশ মোতায়েন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে  একদিনেই ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৬ ডেঙ্গুতে সারাদেশে গাজা এবং লেবাননে জবাব দেয়ার প্রতিশ্রুতি ইরানের বায়ুবিদ্যুৎ প্রকল্প চীনে চালু হলো বিশ্বের সবচেয়ে উঁচু  তাকলিমাকান মরুভূমির যে ভাবে জন্ম হয়েছিল 

মানবিক পুলিশ সুপারের নির্দেশে অচল বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা উদ্ধার

 মো: রাশেদুল ইসলাম ( রাশেদ) স্টাফ রিপোর্টার : / ৪২৫ Time View
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন খয়েরহুদা গ্রামের মোঃ ফজলুল হক তার ভাতিজার মাধ্যমে জেলা পুলিশ চুয়াডাঙ্গা/Chuadanga District Police ফেসবুক পেইজে মেসেজ দিয়ে জনান, সমাজসেবা অফিস কর্তৃক মে/২১ ও জুন/২১ মাসের বয়স্ক ভাতার (৩,০০০+১,৫০০) সর্বমোট ৪,৫০০/-টাকা ভুলবশত অন্যের বিকাশ একাউন্টে চলে যায়। পরবর্তীতে উক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেস্টা করিলে বিভিন্ন ধরণের তালবাহানা সহ উক্ত মোবাইল নম্বরটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। চুয়াডাঙ্গা’র মানবিক পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে অচল অসহায় বৃদ্ধ লোকের বয়স্ক ভাতার টাকা উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে কর্মরত এএসআই মোঃ রজিবুল হক কে নির্দেশ প্রদান করেন। এএসআই রজিবুল হক পুলিশ সুপার এঁর নির্দেশে ঐকান্তিক চেষ্টা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে উক্ত বিকাশ একাউন্টধারীর ঠিকানা খুজে বের করতঃ বয়স্ক ভাতার সমূদয় টাকা উদ্ধার করেন। জনৈক ফজলুল হক বার্ধক্য জনিত কারণে অচল হওয়ায় উক্ত বয়স্কভাতার টাকাগুলি পুলিশ সুপার মহোদয় অচল বৃদ্ধের স্ত্রী’র হাতে তুলে দেন। জনৈক ফজলুল হক এর স্ত্রী হারানো টাকাটি পুলিশ সুপারের মাধ্যমে ফিরে পাওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি পুলিশ সুপার ও তাঁর পরিবার বর্গের জন্য মহান রাব্বুল আল আমিন এর নিকট দোয়া করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অনলাইন ভিত্তিক দ্রæত সেবা পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ তথা সমগ্র বাংলাদেশ পুলিশের জন্য প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা