বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সদরের তৈলকুপি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: আপন মিয়াকে (৩৮) গ্রেফতার করে।আটককৃত মো: আপন মিয়া কুমিল্লা সদরের দুতিয়ার দিঘীর পাড় গ্রামের সামছুল হক খন্দকারের ছেলে ।
পৃথক আরেকটি আভিযানিক দল একই সময়ে সদরের বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজি ও মোটর সাইকেলে করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সদরের রঘুপুর গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ শান্ত মিয়া (২৬) ও বালুতোপা গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ শিপন (২৮)। এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি ও মোটর সাইকেলটিও জব্দ করা হয়।