• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে ৮ হাজার কোটি টাকার সম্পত্তি বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে নিয়োগ বানিজ্যের আভাস চট্টগ্রামের প্রথম শহীদ চকরিয়া-পেকুয়ার সন্তান, আমার সন্তান: সালাহউদ্দীন আহমদ : ১৫ বছর ক্ষমতায় আওয়ামী লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে: ফখরুল বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করেছে ভারত ইচ্ছাকৃতভাবে ! ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬৫ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায়  এককালীন ভাতা প্রদানের সিদ্ধান্ত গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের প্রথম একনেক সভায় ৪ প্রকল্প অনুমোদন অন্তর্বর্তী সরকারের  জানালেন আইন উপদেষ্টা, সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হল যে কারণে জামায়াতের দিকে তাকিয়ে সবাই, কাশ্মীরের নির্বাচন

সাফল্যের সাথে তিন পেড়িয়ে চারে পদার্পণ রংপুর মেট্রোপলিটন পুলিশ’র।

 সাকিব উদ্দিন রংপুর / ৪৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
ছবি একুশেসংবাদ

মেট্রোপলিটন পুলিশ সফলতার সঙ্গে ৩ বছর অতিবাহিত করে ৪র্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে।এ উপলক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ,রংপুরের অতিবাহিত বছরের কার্যক্রম মিডিয়া ও সুধী সমাজের কাছে তুলে ধরার জন্য গতকাল ১৫ই সেপ্টেম্বর বুধবার সাংবাদিক সম্মেলন এর আয়োজন করেন। এসময় রংপুরকে মেট্রোপলিটন ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তাদের সাফল্যের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের অবদান এবং আগামীতে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর বলে জানান। পরে গত এক বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাফল্যময় কর্ম গুলো প্রোজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্রসহ তুলে ধরা হয়। বিগত বছরে জনগণের সেবা নিশ্চিতে তাদের অবদান সংবাদ কর্মীদের দেয়া প্রেস রিলিজে উল্লেখিত করেন,এর মধ্যে গত বছরে অপরাধ বিভাগের ৩টি জোনের অধীন ৬টি থানায় মোট ১৭৪৪টি মামলা রুজু হয়,১৪৩৮টি মামলার তদন্ত সমাপ্ত করে নিষ্পত্তি করাসহ ১৮৩০জন আসামীকে গ্রেফতার হয়েছে।গত এক বছরে ৬টি থানায় মোট ২৫৩৬ টি জিআর ওয়ারেন্ট,১০৩৩ টি সিআর ওয়ারেন্ট ও ১০৬টি সাজা ওয়ারেন্ট (জিআর ও সিআর) নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষা ও উদ্ভূত নানা ধরণের আইনগত সমস্যা প্রতিকারের লক্ষ্যে মোট ৪৩৫২ টি Non-FIR প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আলোচ্য বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমনে সক্রিয় ভূমিকার পাশাপশি অপরাধ তদন্ত, চাঞ্চল্যকর অপহরণ ও হত্যা মামলার রহস্য দ্রুততার সাথে উদঘাটন করায় ব্যাপক সাফল্য অর্জিত করেন।এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোতয়ালী থানাধীন লিচুবাগান এলাকার উজ্জ্বল নামীয় যুবক খুনের চাঞ্চল্যকর ঘটনার মূল আসামী গ্রেফতার ও খুনের রহস্য উদ্ঘাটন, গণেশপুর এলাকায় একই পরিবারের দু’বোন হত্যার চাঞ্চল্যকর মামলার রহস্য উম্মোচন ও ঘটনায় জড়িত আসামী গ্রেফতার,মরিচটারী এলাকায় শিশু হত্যার রহস্য উম্মোচন ও আসামী গ্রেফতার,মাহিগঞ্জ থানা এলাকায় পায়ুপথে হাওয়া দিয়ে হত্যাকান্ডে জড়িত পলাতক আসামী ঢাকা হতে গ্রেফতার,নকল ব্যান্ডরোল ও বিড়িসহ ট্রাক জব্দ করা হয়।হারাগাছ থানা কর্তৃক নকল ব্যান্ডরোল ও ব্যান্ডরোল ছাপানো মেশিন উদ্ধার,নারী ও শিশু নির্যাতন তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত মামলার আসামীকে ঠাকুরগাঁও হতে গ্রেফতার করা হয়।পরশুরাম থানা এলাকায় নাশকতার পরিকল্পনা করা অবস্থায় হাতেনাতে উগ্রপন্থি দুষ্কৃতিকারী গ্রেফতার এবং চেতনানাশক সিন্ডিকেট গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার করা হয়। হাজীরহাট থানায় চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার সকল আসামীদের গ্রেফতার,প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, অপহরণ অশ্লীল ছবি ধারন মুক্তিপণ আদায়কারী গ্রেফতার; অপহরণ এবং ২৪ ঘন্টায় ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতার সহ আরো বিভিন্ন সাফল্য রয়েছে। গত এক বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কঠোর পেশাদারিত্বের সাথে কাজ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকার ও রাষ্ট্রবিরোধীদের বিভিন্ন দল/গোষ্ঠীকে অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) জন নাশকতাকারীকে নাশকতার প্রস্তুতির সময় গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১১ টি নিয়মিত মামলা রুজু হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ (থানা ও গোয়েন্দা বিভাগ) মাদক উদ্ধারে অভুতপূর্ব সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এর মধ্যে গাঁজা- ১৭৭.৩৫ কেজি, ইয়াবা ট্যাবলেট- ৮৭৫৭ পিস, ফেন্সিডিল- ১৫৪৭ বোতল, হেরোইন- ৬৪.৫৮ গ্রাম এবং চোলাই মদ- ১১৪ লিটার উদ্ধার করার মাধ্যমে নগরীকে মাদকমুক্ত রাখার নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে। স্মরণকালের ভয়াবহ মহামারী করোনা ভাইরাস সৃষ্ট কোভিড-১৯ মোকাবেলায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধান সামগ্রী (হ্যান্ড স্যানিটাইজার, সাবান, জীবনুনাশক) বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিলি করা হয়েছে। করোনকালীন সংকট সময়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মাঠ পর্যায়ে ডিউটি করতে গিয়ে গত এক বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬৫ জন সদস্যসহ এ যাবৎ ২৩৭ জন সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হন। সংকট সময়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ জীবনের ঝুকি নিয়ে নগরবাসীর সেবায় নিয়োজিত ছিল এবং থাকবে। সুবিধা বঞ্চিত মানুষকে সহযোগিতার লক্ষ্যে “মানবতার বন্ধনে রংপুর” নামক সংগঠনের মাধ্যমে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য বিষয় গুলো ছাড়াও নানা সাফল্যময় কর্মকান্ডের মাধ্যমে অঞ্চলটির জনগণের কাছে রংপুর মেট্রোপলিটন পুলিশ আস্থাবান হয়ে উঠছে বলে মনে করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহামুদ বিপিএম, পরিশেষে তিনি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যবাস্তবায়নে সকলের নিকট সহযোগিতা একান্ত কাম্য করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা