“আইএফআইসি ব্যাংক লিমিটেড এখন জৈনা বাজার”
আইএফআইসি ব্যাংক লিমিটেড এর জৈনা বাজার উপশাখার শুভ উদ্বোধন করা হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের জৈনা বাজারে আইএফআইসি ব্যাংকের (৫৫৭)তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার জৈনা বাজার গুলশান স্পিনিং মিলস ( মসজিদ) সংলগ্ন হারুন ম্যানশন এর (২য় তলায়) উপশাখার শুভ উদ্বোধন করা হয় । আইএফআইসি ব্যাংক মাওনা শাখার ম্যানাজার এবিএম মাসুম’র সঞ্চালনায় উপস্থিতি ছিলেন, হারুন ম্যানশন এর মালিক বিশিষ্ট ব্যবসাী হারুনুর রশিদ,সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রহমত আলী,গাজীপুর ইউপিঃ সাবেক মেম্বার দুলাল মিয়া,জৈনা বাজার বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন কাজল, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নূরুল ইসলাম (নুরু),কেবল নেটওয়াক এর বিশিষ্ট ব্যবসায়ী মাছুম, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন আহম্মেদ, এড.আবু বক্কর সিদ্দিক জিহাদ প্রমুখ। এসময় জৈনা আইএফআইসি ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা কর্মচারিগণ এবং জৈনা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।