আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। আমাদের কৃষকেরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায় না, কোনোরকম সাহায্য-সহযোগিতা পায় না। এমনকি এই করোনার যে একটা ভয়াবহ সময় গেল, এই সময়েও কৃষকেরা কিন্তু কোনো প্রণোদনা পায়নি।’ মির্জা ফখরুল বলেন, ‘এ দেশে যে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, তাদের সরানোর জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, পাঁচ শর ওপরে গুম করা হয়েছে, খুন করা হয়েছে প্রায় হাজারের ওপর মানুষকে। মামলা আর মামলা—এই অবস্থার প্রেক্ষিতে আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের সংগঠিত করে ঐক্য সৃষ্টি করা।’
বিএনপির মহাসচিব কৃষক দলের নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জাতির একটা যুগসন্ধিক্ষণে কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হলো। সুতরাং তাদের দায়িত্ব অনেক বেশি বলে বিবেচিত হবে। যাঁরা অতীতে কৃষক দল করেছেন, তাঁদের সঙ্গে নিয়ে যেন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আপনারা সফল হবেন, সেই আশা ব্যক্ত করছি।’