
পুলিশ সুপার নোয়াখালীর নিদের্শনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেলের) তত্ত্ববধানে অফিসার ইনচার্জ মুহাম্মদ কামরুজ্জামান সিকদার, পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ এনামুল হক, এসআই মোঃ রোবেল মিয়া, এসআই জাহিদুল ইসলাম, এসআই মোঃ ফিরোজ আহমেদ এএসআই মোঃ নুরনবী সঙ্গীয় ফোর্সসহ ইং ২৩/৯/২০২১ তারিখ রাতভর অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন ১৫নং শরীফপুর ইউনিয়নের দক্ষিন খানপুর জনৈক জয়নাল আবেদীন মেম্বার বাড়ীর নির্মানাধীন মুরগীর খামারে কবুতরের খোপের ভিতর হইতে ০৯টি কিরিচ, ০১টি দেশীয় তৈরী একনলা পাইপগান, ০১টি সাদা রংয়ের কার্তুজসহ একাধিক মামলার আসামী নুর উদ্দিন প্রকাশ আসিফ(২১), পিতা-গোলাম আকবর, সাং-মুরাদপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এতদসংক্রান্তে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-৪০, তাং-২৩/৯/২০২১খ্রি, ধারা-১৮৭৮ সনের The Arms Act 19(A)/ 19(f) রুজু করা হয়।