
এক অভিমানী কিশোর (১৪) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে এ আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে রংপুর গঙ্গাচড়া উপজেলা সদরের দোলাপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, ওই গ্রামের হুমায়ুন আহম্মেদের ছেলে রিয়াদ আহম্মেদ (১৪) গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বন্ধুদের হাতে মোবাইল ফোন দেখে সে তার পিতা-মাতার কাছে কয়েক মাস ধরেই একটি এ্যানড্রয়েড মোবাইল ফোন কিনে চাচ্ছিল। এতো অল্প বয়সে মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানায় পিতা-মাতা। এতে অভিমান করে রিয়াদ। এমনি পর্যায়ে পারিবারিক বিষয়ে রিয়াদের মা বৃহস্পতিবার সকালে তাকে গালিগালাজ করে। এতে ক্ষুব্ধ রিয়াদ পিতা-মাতার প্রতি অভিমান করে গোপনে নিজ ঘরে ঢুকে দরজা-জানালা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরক্ষণেই পরিবারের লোকেরা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। ল