অদ্য ২৩/০৯/২০২১ খ্রিঃ সকাল ১১:৩০ ঘটিকায় নোয়াখালী জেলার ৫ জন পুলিশ সদস্য নোয়াখালী জেলা কারাগার হতে ৪ জন আসামীকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওয়ানা করে, পথিমধ্যে বেগমগঞ্জ কেন্দুরবাগ নামক স্থানে আসামীস্কট বহনকারী মাইক্রোবাসটির এয়ার সিলিন্ডার বিস্ফোরিত হয়। উক্ত বিস্ফোরণে চার পুলিশ সদস্য আহত হয়, আহত পুলিশ সদস্যরা বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাৎক্ষণিক আহত পুলিশ সদস্যদের হাসপাতালে দেখতে যান মাননীয় পুলিশ সুপার,নোয়াখালী জনাব মোঃ শহীদুল ইসলাম,(পিপিএম) মহোদয়। তিনি আহতদের শারীরিক খোঁজখবর নেন এবং সুচিকিৎসার জন্য ডাক্তারদের পরামর্শ প্রদান করেন। আহত পুলিশ সদস্যগণ সবাই শঙ্কামুক্ত আছেন মর্মে কর্তব্যরত ডাক্তারগণ মাননীয় পুলিশ সুপার মহোদয়কে জানান।