এবছরের মার্চে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে গঠন করে কোয়াড জোট। ওয়াশিংটনে কোয়াড নেতাদের প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চল ‘মুক্ত’ রাখার বার্তা দিয়েছেন দেশগুলোর নেতারা। শনিবার (২৫ সেপ্টেম্বর) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, এশিয়াজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের যৌথ পরিকল্পনায় এগিয়ে যেতে সম্মত হয়েছে কোয়াড। একইসঙ্গে পরিবেশ রক্ষার্থে ডিকার্বোনাইজ প্রক্রিয়ায় গতি বাড়ানোর উদ্যোগও নিয়েছে কোয়াড।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমরা উদার ধারার গণতান্ত্রিক দেশগুলো স্বাধীনতার পক্ষে। আমরা স্বাধীন ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল চাই। কারণ, মুক্ত গণতান্ত্রিক পরিবেশেই শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে উঠতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘কোয়াডভুক্ত চার প্রধান গণতান্ত্রিক দেশের পারস্পরিক সহযোগিতার ইতিহাস রয়েছে। আমরা জানি কীভাবে কোনো কিছুর সমাধান করতে হয়। আর আমরা এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত।’