• বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

জাতিসংঘ থেকে ফিরে করোনা আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলে

অনলাইন ডেক্স / ৩৮৩ Time View
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

জাতিসংঘের অধিবেশন থেকে ফিরে করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসনারোর ছেলে এদুয়ার্দো বলসনারো। সেই সঙ্গে অধিবেশনে যোগ দেওয়া দেশটির প্রতিনিধি দলের আরও দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নিউইয়র্কে সাধারণ পরিষদের বিভিন্ন আয়োজনে মাস্ক ছাড়াই অংশ নেন টিকা নিতে অস্বীকৃতি জানানো বলসনারো। একই সঙ্গে ব্রালিজিলিয়ান প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে নিউইয়র্কের ফুটপাত থেকে তার পিৎজা কিনে খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই কিছুটা সতর্ক অবস্থানে যান তিনি। তবে নিউইয়র্কে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীর সংস্পর্শে আসায় দেশে ফিরে নিজ সরকারি বাসভবনে আইসোলেশানে চলে যেতে হয়েছে তাকে। প্রেসিডেন্ট বলসনারোর ছেলে এদুয়ার্দো বলসনারো টুইটারে জানিয়েছেন, তিনি ভালো আছেন। নিজেই নিজের চিকিৎসা করছেন।

এদুয়ার্দোর পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর কোভিড-১৯ আক্রান্ত হন ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী মার্সেলো কুইরোগো। তাকে নিউইয়র্কের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। করোনা আক্রান্ত অপরজন হচ্ছেন এক কূটনীতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা