প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে সমগ্র দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১৮ইউনিয়নে আগামী ২৮ সেপ্টেম্বর ১৫ হাজার করোনার গণটিকা প্রদানের ঘোষণা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জরুরীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক বলেন,আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশে একদিনে ৭৫ লাখ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়। এরই ধারাবাহিকতায় চকরিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১৮ ইউনিয়নে ক্রমান্বয়ে পূনরায় করোনা সংক্রমণ রোধে গনটিকার ১ম ডোজ প্রদান করা হবে। এ সময় ১৫ হাজার টিকা দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তাই বিষয়টি অগ্রীম টিকা গ্রহণকারীদেরকে জানানোর জন্য প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শকগণকে নির্দেশ দেওয়া হয়েছে।তবে ২৮ সেপ্টেম্বর থেকে ৭দিনব্যাপী প্রতিদিন ৬ শত করে মোট ৪ হাজার ২ শত আর প্রতিটি ইউনিয়নের স্ব-স্ব পরিষদে একযোগে ৬ শত করে মোট ১০ হাজার ৮ শত টিকা প্রদানের কার্যক্রম চলবে। তবে টিকা গ্রহনকারীদেরকে অবশ্যই রেজিষ্ট্রেশন করে টিকার কার্ড সঙ্গে আনতে হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।