জার্মানির জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে জয়ী হয়েছে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি। এর মধ্য দিয়ে তারা বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ/সিএসইউ দলের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটালো। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রকাশিত প্রাথমিক ফলে দেখা গেছে, এসপিডি পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট। সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ। এছাড়া গ্রিন পার্টি পেয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ।
বিবিসি বলছে, সরকার গঠনের জন্য এখন একটি জোট তৈরি করতে হবে। এক্সিট পোল একতরফা নির্বাচনের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু এই নির্বাচন শুরু থেকেই অনির্দেশ্য ছিল এবং ফল কখনোই গল্পের শেষ হবে না। তবে জোট না হওয়া পর্যন্ত বিদায়ী চ্যান্সেলর কোথাও যাচ্ছেন না। ফলে নতুন সরকারের জন্য সম্ভবত ক্রিসমাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
সাময়িক ফল প্রকাশের পর এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস বলেছেন, ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা তাকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান।