কুমিল্লা জেলার লালমাই উপজেলায় উপজেলা অডিটোরিয়ামে ৪ অক্টোবর রোজ সোমবার সকাল সাড়ে দশটায় আসন্ন শারদীয় দুর্গোউৎসব ২০২১ উপলক্ষে প্রশাসন কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ, সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তাজমিন আলম তুলি, লালমাই থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমাই উপজেলা শাখা’র সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক, লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সহ- সভাপতি রতন দে, সহ-সম্পাদক সুভাষ দাশ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার ও সদস্যবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মজুমদার, পেরুর উত্তর ইউনিয়ন এর চেয়ারম্যান আবুল বাসার সহ উপজেলার ১৬ টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারন সম্পাদক গন ও উপজেলা প্রশাসন এর কর্মকর্তাগন। লালমাই থানা অফিসার ইনচার্জ বলেন, পূজা চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা পালন করবে।