আইফোন ১৩ প্রো ম্যাক্সের ক্যামেরা ব্যবহার করে এক রোগীর চোখ পরীক্ষা করলেন চক্ষু বিশেষজ্ঞ টমি কর্ন।
ক্যালিফোর্নিয়ার শার্প হেলথ কেয়ারের এই চিকিৎসক আইফোনের ক্যামেরার নতুন ম্যাক্রো মোড কাজে লাগিয়ে রোগীর চোখে কর্নিয়া প্রতিস্থাপন করেন। খবর রিপাবলিক ওয়ার্ল্ডে’র।
খবরে বলা হয়েছে, চক্ষু বিশেষজ্ঞ টমি কর্ন তার লিংকডইন অ্যাকাউন্টে জানান, ‘চোখের ম্যাক্রো ছবি তোলার জন্য এ সপ্তাহে আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহার করছি। চমৎকার।’
আইফোন ১৩ প্রো মডেলের স্মার্টফোনের নতুন সুবিধাগুলোর একটি ক্যামেরায় ম্যাক্রো মোডের সংযোজন। এতে ফোকাস ঠিক রেখে খুব কাছের বিষয়বস্তুর ছবি ও ভিডিও ধারণ করা যায়। বেশিরভাগ ব্যবহারকারী সেটি প্রাকৃতিক কিছুর ছবি তুলতে ব্যবহার করেন; যেমন শিশিরবিন্দু কিংবা ছোট্ট পিঁপড়া।
তবে চিকিৎসক টমি কর্ন তার রোগীর চোখ পরীক্ষায় কাজে লাগিয়েছেন আইফোনের নতুন ম্যাক্রো মোড। নতুন সুবিধাটি কীভাবে টেলিমেডিসিনে কাজে লাগানো যায়, তা নিয়ে আরেক চক্ষু বিশেষজ্ঞ জেফরি লুইসের সঙ্গে আলোচনা করেছেন টমি কর্ন।
আমাদের সম্পর্কে
প্রকাশক ও সম্পাদক: ড. শাহজাহান মজুমদার, ব্যবস্থাপনা সম্পাদকঃ জি.এম ফারুক হোসেন
অফিস : সম্পাদকীয় কার্যালয় : ৯০/এ মুকুল টাওয়ার (৭ম তলা), নিউ সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭।
প্রকাশক কর্তৃক ১৫৮/১, উত্তর বাসাবো থেকে প্রকাশিত এবং মেসার্স টাঙ্গাইল ।
আমাদের সাথে যোগাযোগ করুন: Email- ekusheysangbad@gmail.com .
মোবাঃ ০১৭৩০-২৫৭০২৯, বিজ্ঞাপন-০১৭৩৩-৪৪৫৮৫৬