মঙ্গলবার প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে ৬১ বছর বয়সী আর্নেস্ট জনসনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে স্টে অর্ডার বিবেচনা করতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।
আর্নেস্ট জনসন তার শাস্তি লঘু করার আবেদন করেছিলেন। এতে সমর্থন ছিল পোপ ফ্রান্সিস ও কংগ্রেসের দু’জন সদস্যের। কিন্তু তাতেও তার মৃত্যুদণ্ড রহিত হয়নি।
তার আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করেন যে, তার অনেক আইকিউ পরীক্ষা হয়েছে। এতে দেখা গেছে তার মানসিক অবস্থা একটি শিশুর মতো। তিনি তৃতীয় শ্রেণির পড়াশোনা করতে পারেন। তাই মৃত্যুদণ্ডের মতো শাস্তি নেয়ার মতো অবস্থায় নেই আর্নেস্ট জনসন।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে ডাকাতির সময় তিনি স্টোরের তিনজন কর্মীকে গুলি করে হত্যা করেন।