অনেকেই জায়রার মধ্যে বলিউডের একজন মেধাবী অভিনেত্রীকে দেখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাতই বলিউড থেকে বিদায় নেন জায়রা। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি শোবিজ জগত ছেড়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজের সব ছবি সরিয়ে দেন। বলিউড ছাড়ার দুই বছর পর প্রথমবারের মতো ছবি শেয়ার করেছেন জায়রা। গতকাল মঙ্গলবার পোস্ট করা সেই ছবিতে বোরকা পরা অবস্থায় দেখা গেছে তাকে।
জায়রাকে শেষ বার দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। এতে জায়রা সহশিল্পী হিসেবে পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারকে।