• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

বলিউড ছাড়ার দুই বছর পর প্রথম ছবি শেয়ার করলেন জায়রা

অনলাইন ডেস্ক / ৪০৯ Time View
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের মেয়ের চরিত্রে ‌‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন জায়রা ওয়াসিম। ক্যারিয়ারের প্রথম ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এরপর জায়রা খুব দ্রুতই লাইমলাইটে চলে আসেন। দাঙ্গালের পর আমির খানেরই প্রযোজনায় ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে নিজের মেধার প্রমাণ দিয়েছিলেন।

অনেকেই জায়রার মধ্যে বলিউডের একজন মেধাবী অভিনেত্রীকে দেখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাতই বলিউড থেকে বিদায় নেন জায়রা। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি শোবিজ জগত ছেড়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজের সব ছবি সরিয়ে দেন। বলিউড ছাড়ার দুই বছর পর প্রথমবারের মতো ছবি শেয়ার করেছেন জায়রা। গতকাল মঙ্গলবার পোস্ট করা সেই ছবিতে বোরকা পরা অবস্থায় দেখা গেছে তাকে।
জায়রাকে শেষ বার দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। এতে জায়রা সহশিল্পী হিসেবে পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা