বিষয়টি নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। শনিবার (২ অক্টোবর) হানিংটন বিচ এবং নিউ পোর্ট বিচ উপকূলজুড়ে তেল শনাক্ত হয়। কীভাবে এতো পরিমাণ তেল পানির সঙ্গে মিশল বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে মার্কিন উপকূলরক্ষা বাহিনী।
সমুদ্রের বাস্তুতন্ত্রের বিপুল ক্ষতি হতে পারে বলে মন্তব্য করে হান্টিংটন বিচের মেয়র কিম কার এক সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পাইপলাইন ত্রুটির কারণে এ ঘটনাটি ঘটেছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। আনুমানিক ১ লক্ষ ২৬ হাজার গ্যালন বা ৩ হাজার ব্যারেল তেল প্রশান্ত মহাসাগরের প্রায় ১৩ বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। উপকূলের বিশাল এলাকা এখন তেলে আচ্ছাদিত হয়ে আছে। জলাভূমিগুলোর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই পরিবেশ বিপর্যয় কীভাবে সংশোধন করা যায় সেই বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র।
ধারণা করা হচ্ছে, হান্টিংটন বিচ পিয়ার থেকে নিউপোর্ট বিচ পর্যন্ত বিস্তৃত একটি এলি অয়েল রিগ ক্ষতিগ্রস্থ হওয়ার জেরে এই বিপুল পরিমাণ তেল পানিতে ছিটকে পড়েছে। ওই অঞ্চলটিতে বহু মানুষ সূর্যস্নান করতে যেতেন। উপকূলীয় অঞ্চলে মাছ ধরা আপাতত নিষিদ্ধ ঘোষণা করেছে ক্যালিফোর্নিয়ার ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট। কতদূর পর্যন্ত সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে তা বিমান থেকে দেখা হচ্ছে। শ্রমিকদের নিয়োগ করে সমুদ্রের পানি পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। জানা গেছে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ৩, ১৫০ গ্যালন তেল।