প্রতিবাদ করেও লাভ হয়নি তাদের। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মালদ্বীপের।
এই ম্যাচ দেখতে শনিবার শত শত মালদ্বীপের দর্শক স্টেডিয়ামের টিকেট কাউন্টারে ভিড় করেন। কিন্তু টিকেট না পেয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। পরে নিরাপত্তা বাহিনী ডাকা হয়।
জানা গেছে, এই ম্যাচে সাত হাজার টিকেটের মধ্যে স্পন্সর, কর্মকর্তা, ক্লাব ও ফুটবলাদের পরিবারের জন্য আড়াই হাজার টিকেট রাখা হয়েছে। যে কারণে বঞ্চিত সাধারণ দর্শকরা। পরে তাদের বিক্ষোভের মুখে আরো এক হাজার টিকেট বরাদ্দ দেয়া হয় দর্শকদের জন্য।