নতুন ভবন নির্মাণের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে। গতকাল বিকালে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন সালমান এফ রহমানের একান্ত সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া (যুগ্ম সচিব), নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন, অ্যাডভোকেট শাকিল উদ্দিন মিয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার লাবণ্য প্রমুখ। এর পূর্বে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে নবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।