আজ বুধবার খুব ভোরে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে হামাসের টুইটার পেইজে বলা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে কিছুই জানা যায়নি।
এদিকে, ইহুদিবাদী ইসরায়েল দাবি করছে তাদের সর্বশেষ আগ্রাসনে গাজার প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে বাস্তবে ১২ দিনের আগ্রাসনে গাজার ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি। এর আগে, গত শুক্রবার হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারাও একটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই হামাস একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে।