বিমানটিতে তিনজন ক্রুসহ মোট ২১ জনের মতো যাত্রী ছিল। বিমানে আগুন ধরে যাওয়ার আগেই সবাই বেরিয়ে যেতে সক্ষম হয়।
টেক্সাসের ব্রুকশায়ারের হাউস্টন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিমানটি বোস্টনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। যে দুজন এ ঘটনায় আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
টেক্সাসের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সার্জেন্ট স্টিফেন উডওয়ার্ড বলছেন, ‘দিনটি অনেক মানুষের জন্য আনন্দ উদযাপনের দিন। আমরা যত দূর জানতে পারি, বিমানটি রানওয়ে শেষ করে ভালোমতো উড্ডায়ন করতে পারেনি। তার আগেই বিধ্বস্ত হয়ে যায়। তবে বিমানে আগুন ধরে যাওয়ার আগে সবাই বেরিয়ে যেতে সক্ষম হয়।’
বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি।