• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএম পদক পাচ্ছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ পুলিশ সপ্তাহ-২০২৫ এ “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)” পদকের জন্য মনোনীত হলেন সিএমপি কমিশনার  পরিস্থিতি মোকাবিলায় মোদিকে আহ্বান কংগ্রেস সভাপতির : কাশ্মীর হামলা  ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে’তে শুনানি : গাজায় ত্রাণ প্রবেশে বাধা ভারতের কাশ্মীরে আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি বন্দর বিস্ফোরণের জন্য দায়ী ‘গাফিলতি’ : ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আফ্রিদি দোষারোপ মানতে পারছেন না  অসমাপ্ত ফাইনাল আজ : ফেডারেশন কাপের  দর্শক শূন্যতায় মলিন গ্যালারি, চট্টগ্রাম টেস্ট : ফ্রিতেও আগ্রহ নেই সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন- ওসি আফতাব উদ্দিন

পথশিশু ও পথমানবদের বাঁচার অধিকার রয়েছে, প্রয়োজন সরকারি সহায়তা

মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার (মিলন), সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ / ৫২৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
একুশে সংবাদ

কেউ পথশিশু হয়ে জন্মায় না,জন্মের পরে পথ শিশুতে রুপান্তরিত হয়। পথশিশুরা সমাজের বোঝা নয়,বরং পথশিশুরাই সমাজের নিদর্শন হিসেবে অন্য দশজন স্বাভাবিক ও মূল্যবান মানুষকে বুঝিয়ে দেয় বিধাতার কত খেলা,কত কারুকাজ ? পথশিশুরা পথভ্রষ্ট হয়ে পথেই তাদের বাঁচা-মরার স্বপ্ন দেখে,পথেই তাদের ঠিকানা,পথেই তাদের আশ্রয়স্থল। পথশিশুরা পথের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলে অন্ন,বস্ত্রের সন্ধানে। শিশুদের মৌলিক চাহিদা গুলোর মধ্যে পথশিশুরা শুধু খাদ্যের সন্ধানটাই তাদের কাছে মূখ্য বিষয় বলে বিবেচিত হয় এবং পথে প্রান্তরে থাকা মানুষগুলো হয়তো তাদের বাসায় ব্যবহৃত পুরোনো বস্ত্র গুলো তাদেরকে পরিধানের জন্য দিয়ে থাকে। মৌলিক চাহিদা গুলোর সব কিছু থেকেই তারা বঞ্চিত, বাসস্হান,শিক্ষা,চিকিৎসার তো কোন বালাই এ নেই। পথশিশুরা সমাজের বোঝা নয়,তাদেরকে পূনর্বাসনে সমাজের বৃত্তশালীরা এগিয়ে আসলেও খানিকটা সময় হয়তো তারা সাহায্য সহযোগিতা করলেও তার স্হায়ীত্ব খুবেই সীমিত। এসব পথশিশুর পাশাপাশি সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন হাট-বাজার গুলোতে কিছু পথমানব বাকরুদ্ধ,বস্ত্রহীন অবস্হায় দেখা যায়। এসব পথশিশু ও পথমানবরা প্রকৃতির সাথে মিশে থাকে,প্রকৃতিই তাদেরকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যায়। তাদেরকে দেখাশুনার দায়িত্ব কে নিবে ? নিয়তি কি তাহলে তাদেরকে জন্মগত ভাবে পথ শিশু ও পথ মানব হিসেবে সৃষ্টি করেছেন। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এসব পথশিশু ও পথমানবদের পূনর্বাসনের ব্যবস্হা রয়েছে কিন্তু আমাদের দেশ শুধু উন্নত রাষ্ট্রের তালিকায় নাম উঠাতে চায়। উন্নত রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত গুলো হচ্ছে সেই রাষ্ট্রে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, তাদের অন্ন,বস্ত্র,পূনর্বাসন,চিকিৎসাসহ মৌলিক চাহিদা গুলো পুরণ করা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলো ঘুরে এসব পথশিশু ও পথমানবদের বিষয়ে সমাজের সচেতন মহলের সঙ্গে কথা হলে তারা বলেন, এসব ছড়িয়ে ছিটিয়ে থাকা পথশিশু,পথমানবদের পূনর্বাসনে সরকারি উদ্দ্যোগ ছাড়া সম্ভব নয় বলেও তারা সমাজ কল্যান মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণের কথা বলেন। তাই এসব অবহেলিত-উপেক্ষিত পথশিশু,পথমানবদের পূনর্বাসনে সমাজ কল্যান বা সমাজ সেবা মন্ত্রনালয় বাংলাদেশের প্রতিটি বিভাগে অন্ততঃপক্ষে একটি করে পূনর্বাসন কেন্দ্র স্হাপনের উদ্দ্যোগ গ্রহন করলে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার উপেক্ষিত মানব অন্ন,বস্ত্র,বাসস্হান,চিকিৎসা সহ তাদের বেঁচে থাকার পথ প্রশস্ত হতো। এসব উপেক্ষিত মানবের কল্যানে জননেতা/ সংসদ সদস্যগন দেশ পরিচালনার সৌন্দর্যমন্ডিত জাতীয় সংসদ ভবনে কথা বলুন,দেশ হোক উন্নত,জাতি হোক উন্নত,সরকারি সহায়তায় পরিবর্তন হোক এসব পথশিশু ও পথমানবের জীবন মান। গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ সংসদীয় আসনের সাংসদ এর মাধ্যমে মহান সংসদে এসব পথশিশু ও পথমানবদের বিষয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,সমাজ কল্যান মন্ত্রী ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করনের জোড় দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা